তোমাকে ভালোবাসি বলে
কবিতা ভালোবাসি;
তুমি কে হে অদৃশ্য মালিকা?
কবির কবিতা হয়ে আসো
আমার গৃহে নির্জনে;
তুমি কেন অদৃশ্যেই থাকো বালিকা?