আমি ভালোবাসি আমার মাকে
আমি ভালোবাসি মা নামের মধুরমাখা,
শব্দে গাঁথা প্রতিটি নারীকে।
আমি ভালোবাসি মধুর ছোঁয়া আলিঙ্গনে,
ঢেকে রাখা মায়ের সেই অনুভূতিকে।
আমি ভালোবাসি অশ্রুসিক্ত মায়ার বাঁধনে রাখা
মায়ের সেই যত্নকে।
আমি ভালোবাসি মায়ের প্রতিটি কর্মকে
আমি ভালোবাসি আমার গোল্লায় যাওয়া বাঁধামুখী সময়ে তার রাগের চলকে ভিড়ে থাকা সেই হাসিকে।
আমি ভালোবাসি আমার না পড়ার ভানে বসে থাকায় মায়ের অগ্নি মুখরিত সেই রাগকে।
আমি ভালোবাসি মায়ের প্রতিটি কথাকে
আমি ভালোবাসি আমার রাগত স্বরে বলার ভাষ্য দেখে রোষকষাষিত না হয়ে হাসিমুখে থাকা তার সেই ভঙ্গিমাকে।
আমি ভালোবাসি পাকশালায় তার হাতে গড়া সুস্বাদে ভরা প্রতিটি রান্নাকে।
আমি ভালোবাসি আমার মা ডাকে তার আস্বাদনকে
আমি ভালোবাসি উপাসনাগৃহে সুরেলা কন্ঠে গাওয়া তার কুরআন তেলাওয়াতকে।
আমি ভালোবাসি আমার অগ্রগতির প্রয়াসে লেগে থাকা তার প্রতিটি অনুরাগকে।
আমি ভালোবাসি মায়ের গাওয়া গানকে
আমি ভালোবাসি আমার প্রতি রাখা তার প্রতিটি উপদেশকে।
আমি ভালোবাসি আমাকে শিক্ষা দেওয়া তার সুসজ্জিত আচরণকে।
আমি ভালোবাসি মায়ের ভালোবাসাকে
আমি ভালোবাসি গরিব হওয়া সত্ত্বেও টাকার প্রতি লালসা না থাকা তার সেই অবস্থাকে।
আমি ভালোবাসি অনাহারীর দিকে হাত বাড়িয়ে দিয়ে সাহায্যঘেরা সেই ব্যক্তিত্বকে।
আমি ভালোবাসি মায়ের মধুমতি মায়াকে
আমি ভালোবাসি প্রতিবেশীর ব্যথায় ব্যথিত হওয়া
মায়ের সেই প্রতিশ্রুতিকে।
আমি ভালোবাসি স্বজনের ডাকে সাড়া দিয়ে নিজের সুখকে বিলীন করে দেওয়া তার সেই মুহূর্তকে।
আমি সারা জীবন ভালোবাসবো
আমার মমতাময়ী সেই মাকে।