তারা রক্ত ঝরায় ফিলিস্তিনের
বুক ফেটে যায় আমার মায়ের!
তারা রক্ত ঝরায় ছোট্ট শিশুর
হৃদয় পোড়ে আমার ভাইয়ের।

জালিম তারা নিষ্ঠুর এতো
মন যে তাদের কষ্টি পাথর
হত্যা করছে মা-বোনদের
দেখছি তবুও রুদ্ধ অধর।

যারা পৌঁছে দিচ্ছে শান্তির বাণী
শান্ত হৃদয় কাঁপছে না বুক
শান্তি শুধু সনদ পাতায়
বাস্তবে তার পাচ্ছে না সুখ।

যারা নাম দিয়েছে 'জাতিসংঘ'
বলয় রোধে তার নীতিভঙ্গ
তিরিশ ধারা আছে সত্য
ফিলিস্তিন কী পাচ্ছে সঙ্গ?

তারা রক্ত ঝরায় মুসলমানের
মোরা ভাই মরণে বাকরুদ্ধ
দুইশো কোটি মুসলিম আছে
বিশ্ব মুসলিম হয়েছে অন্ধ।

ওআইসি চলে মোদ্দাকথায়
সদস্য তার নামে মাত্র
ঐক্যতা আর নাই যে তাহার
চলছে যে সে যত্রতত্র।

জালিম তুমি শুনে রাখো
ধ্বংস তোমার সন্নিকটে
তোমার মাংস খাবে চিলে
জ্বলবে তুমি অগ্নিকুণ্ডে।

মুসলিম ইতিহাস সবার সেরা
ভুলে যেও না বিশ্বলোক
আল আকসা রক্ষা করবো
কেটে যদি যায় হাজার যুগ।

বখতিয়ারের ঘোড়া চালাও
যাত্রা করো ফিলিস্তিন
সহোদরকে বাঁচাতে তোরা
এক হও রে ভাই মুসলিম।

ধ্বংস হবে ইহুদীরা
বিজয় হবে ফিলিস্তিন
পরিশোধ হবে ঋণের বোঝা
জোটবদ্ধ থেকো মুসলিম।

সহ্য করবো আর কত ভাই
রক্ত ক্ষরণ হচ্ছে হৃদয়ে
যুদ্ধের দামামা বাজাও এবার
ইসরায়েলকে করো বিদায়।