রাতের আকাশ যখন তুমি থাকো নীরবতায়
তোমার বুকে চাঁদ-তারকা রয় যে সমবেত।
বসলে একা দেয় যে দেখা সমীর দক্ষিণায়
জুড়ায় মন করে শীতল আমার সারা গায়।
রাতের আকাশ যখন তুমি হও ঘনীভূত
জোনাকির বেশে দেখছি আমি কত নক্ষত্র।
দেখছি আমি জ্বলছে সেথায় শত শত তারা
তুমি আকাশ উঠোন হয়ে দিচ্ছ তাদের সাড়া।
রাতের আকাশ তুমি কেন হও এতো উদার?
দিন-রাত্রির ছাউনি হয়ে সময় কর পার।
ক্লান্ত মনের শান্ত শীলে তোমায় যখন দেখি
তুমি আকাশ নীরব থাকো যতই বকা বকি।