সুন্দর তোমার সালাম-কালাম
করছো কেন এমন কাজ?
পিছনে করো ছলচাতুরী
ওহে বাহাদুর মানুষ জাত।
ধরছো কেন এমন কাজ?
সামনে তোমার আবেগ মন
পীর নামে তো করো সাজ
অন্ধকারে পাচ্ছো ধন।
বসছো কেন একই সাথে?
লজ্জা তোমার নাই তো জানি
রেখেছো হাত তাহার হাতে
লোকালয়ের ভন্ড মানিক।
নিচ্ছো কেন হারাম টাকা?
ভিতরে তো নোংরা খায়েস
বুঝেছি তো পকেট ফাঁকা
তবুও সাজো হাজী সাহেব।
দাবি করো হাঁটছো তুমি
একই পথের পথিক
চৌদ্দ শিকে আটক তারা
খোলা মাঠে তুমি কি ভাই সঠিক?
কচ্ছো কেন কটু কথা?
দিবারাত্রি করছো তো মনরঞ্জক
লাগছে না তো তোমার ব্যাথা
লেবাস ধরা সেই দলেরই তুমি প্রবঞ্চক।
দেখছো কেন অমন করে?
ছোট্ট মাথায় বেশ তো বুঝিলাম
আমার দলের অরি তুমি
তার দলেরই পা চাটা গোলাম।