তুমি ফুল ঝরানো মিষ্টি হাওয়ায় এসেছো আবার ফিরে
রুদ্রপলাশ, কুরচি-কুসুম, শাল-শিমুলকে ঘিরে।
তুমি এসেছো বটে মন খুশিতে বুলবুলি আর শালিক-টিয়া নিয়ে
আমি উষ্ণতা পাই কৃষ্ণচূড়ায়, কাঠগোলাপ আর কনকচাঁপা দিয়ে।
ফাগুন তুমি এসেছো তাই মনে কতো খুশি
সবুজ পাতায় লাল ফুল আর গাছের ডালে বসন্তবাউরি।
তুমি এসেছো তাই লেখায় জোয়ার লেখক-লেখিকার
সৌন্দর্যেও মন ভরেছে কবিগণের লেখা কবিতার।
তুমি এসেছো তাই বাংলার বুকে নিত্য নতুন সাজ
সৌন্দর্যে ঘেরা প্রকৃতি তোমার তুমিই ঋতুরাজ।
তুমি আসো বলেই বাংলার মেয়ে শাড়ি পড়তে জানে
ঝরাপাতার বাদামি রং এর লাল গোলাপির আঁচল বুনে।
তুমি এসেছো বলেই ভাব দেখাবে শিমুল আর পলাশ
প্রকৃতি আজ থেকে রঙিন হবে ফুল ছিটাবে দু-মাস।
ফাগুন তুমি এতো সুন্দর আসো বসন্তকে ঘিরে
নীরব থাকে নদীর পানি, বিকশিক ফুল, পাখিরা সব নীড়ে।
তুমি এসেছো বলেই সন্ধ্যা-ভোরে সব পাখিরা ডাকবে
গান শুনাতে আর ঝাঁক উড়াতে ভিনদেশ থেকে অতিথি পাখিরাও আসবে।
তুমি এসেছো বলেই সন্ধারাতে চাঁদ দেখবে ঐ যুগলরা
গগন ফাটিয়ে চিৎকার করবে বাগানের সব ঝিঁঝিঁ পোকারা।