শ্রমিক তো সে জন যার নেই বাহাদুরি
দিনরাত কান্নায় যে করে আহাজারি
ভোর হলে বের হয় রাত্রি সে বাড়ি ফিরে
খালি পেটে দিন যায় কখনো বা পেট ভরে।
আমি শ্রমিকের কথা বলি
শ্রমিক তো নয় সে মাঠে কাজ করে যে
কৃষক, জেলে, রাস্তার হকার আরো যদি বলো কুলি
তাদের সাথে শ্রমিক আরো আছে এটাই আমার বুলি।
ছাত্রের শ্রমে জ্ঞান আর শিক্ষকের শ্রম পাঠ দান
তারাও শ্রমিক বটে যাদের শ্রম মহামূল্যবান
নেতার শ্রমে নেতৃত্ব শ্রোতার শ্রম শোনা
কর্তার শ্রমে কর্তৃত্ব আর শিল্পীর শ্রম হলো বোনা।
মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার
পুলিশ, আর্মি, আমলা আরো আছে ডাক্তার
সবাই তো শ্রমিক নিজ নিজ কর্মক্ষেত্রে হায়!
তবুও আছে দাম্ভিকতা যে অহংকার করে বেড়ায়।
এসো নৈতিকতার ছোঁয়া দিয়ে শিক্ষার আলো ছড়াই
এসো অহংকার ভুলে গিয়ে সমতার চিত্র ফুটাই
এসো শ্রমিকের মূল্য দিয়ে মোরা সম্মান করি
এসো দুর্নীতি ভুলে গিয়ে উন্নত দেশ গড়ি।