বিশ্ব খ্যাত শহিদ মোদের বীর বাঙ্গালির দল
তাদের ত্যাগেই রাখছি মোরা বাংলা ভাষা মুখে
মায়ের বুলি শিখছে শিশু মাতৃভাষার সহায়
একুশ আমার অহংকার সোনার বাংলার বুকে।

ভাষার জন্য প্রাণ দিয়েছে একটি মাত্র দেশ
একুশ আমার মাতৃছায়া জানে বিশ্ব ভুবন
ইতিহাসের পাতায় লেখা যাদের আছে নাম
আমার দেশের ভাষা শহিদ তারাই প্রিয়জন।

হরেক রকম মানুষ সাজে গড়েছে এক মেলা
উর্দু আছে, হিন্দি আছে, থাকছে হাজার ভাষা
সাতশো কোটি মনুজ আছে চলছে রোজ নৃত্য
বাংলা ভাষায় তৃপ্ত যে হই এটাই ছিলো আশা।

একুশ আমার শহিদ দিবস শ্রদ্ধা করি মোরা
মায়ের ভাষার এই দিবসটি পালন করছে বিশ্ব
এই একুশে প্রাণ দিয়েছে সালাম, জব্বার, বরকত
সম্ভ্রম হারা মা বোনেরা হয়েছে অনেক নিঃস্ব।

দোয়ায় শামিল রাখবো মোরা নিত্য ইবাদতে
বাংলা ভাষার আত্মত্যাগী আছে যত শহিদ
একুশ নিয়ে কাব্য লিখেন আমার বাংলার কবি
একুশ আমার অহংকার যার থেকে পাই তাগিদ।