এখন আমার ঈদের চাওয়াটা একটু ভিন্ন
কিছুটা কদম ফুলের মতো
ছোটতে এক রং বড়তে মনোহারিতা
এতো সুন্দর তবুও কেউ কুড়িয়ে নিচ্ছে না ততো।
এখন আমার ঈদের চাওয়াটা একটু ভিন্ন
কিছুটা পিপীলিকার মতো
দায়িত্ব কাঁধে তুলে নিতে চাই যদিও আমি ছোট
দিন গণনায় আসবে তবে বেঁচে থাকবো যত।
এখন আমার ঈদের চাওয়াটা একটু ভিন্ন
কিছুটা মুয়াজ্জিনের ছোট ছেলের মতো
আসবে না তো হাসি কবু তবুও আমি হাসি
গগন ভরা ব্যাথা নিয়ে চলছি অবিরত।
এখন আমার ঈদের চাওয়াটা একটু ভিন্ন
কিছুটা বৃক্ষরাজির মতো
দিতে চাই সকল ছায়া বিলিয়ে নিজের চাওয়া
সুখের আশায় নেকের পাল্লায় পাহাড় সমান ততো।
এখন আমার ঈদের চাওয়াটা একটু ভিন্ন
কিছুটা ঝরা পাতার মতো
দুই হাতে বিলাবো টাকা কচিকাচা আছে যতো
হাসি মুখে বসে বারান্দায় রুস্তম আলীর মতো।