সতের সালের শেষের দিকে আমি
মায়ার বন্ধনে পেয়েছি যাদের
তোরা ছিলি, তোরা আছিস, তোরা থাকবি
বন্ধু নামে হৃদয়ে গেঁথেছি তোদের।
হয়তো আর চায়ের কাপে আড্ডা হবে না
হবে না কোন গল্প, একসুরে গাওয়া গান
শুধু বিদায়ে আমাদের হবে না তো ছিন্ন
চন্দ্রকান্তির বন্ধুত্ব থেকে যাবে অম্লান।
একসাথে আর খাওয়া হবে না
শুনা হবে না নদীর পাড়ে স্রোতের কলতান
বিভাগীয় কোন ভ্রমণ হবে না
গাওয়া হবে না বাসে ওঠে যৌথকণ্ঠে গান।
আড্ডা হবে না ক্যাম্পাসের ঐ আঙ্গিনায়
জীবিকার প্রয়োজনে ব্যস্ততায় কাটাবো জীবন
খেলা হবে না কলেজের প্রান্তর সীমানায়
তবুও বন্ধুত্বের বন্ধন থেকে যাবে আমরণ।
তোরা ছিলি, তোরা আছিস, তোরা থাকবি
হৃদয় জয় করে তোরা হয়েছিস প্রানের বন্ধু
বিশ্ববিদ্যালয় জীবন কাটিয়েছি একসাথে
হৃদয়ে আছে তোদের জন্য ভালোবাসার সিন্ধু।