বিজয় মানে নয়তো শুধু
লাল সবুজের মেলা
বিজয় মানে নয়তো কোন
পুষ্প দানের খেলা।

বিজয় মানে বীর শহিদ
একাত্তরে করছে আত্মদান
বিজয় মানে তাদের তরে
মুনাজাতে দোয়া মূল্যবান।

বিজয় মানে নয়তো কোন
একক মূল্যায়ন
বিজয় মানে যৌথ সুরে
হাসিমুখের গান।

বিজয় মানে নয়তো থাকা
বন্ধিশালায় আটক
বিজয় মানে সাম্যবাদী
খুলবে ন্যায়ের ফটক।

বিজয় সে তো হওয়ার কথা
দেশপ্রেমেরই জোয়ার
বিজয়ী দেশে থাকছে কেন
দুর্নীতির ঐ খোয়ার?

বিজয় মানে যদি না হয়
পাঠ্য বইয়ের কথা
নাই কেন আজ সবার মুখে
বাকস্বাধীনতা?

বিজয় মানে দেশপ্রেম
একাত্তরে ঝরা রক্ত
সেই বিজয়ে কেন আজ
অস্থিরতার অক্ত?

বিজয় মানে তো নিরাপদ
নারীর পথ চলন
বিজয়ী দেশে হচ্ছে কেন
ধর্ষণ, গুম, অপহরণ?

বিজয় মানে নয়তো কোন
যাযাবরি শিক্ষাব্যবস্থা
বিজয় মানে হওয়ার কথা
নিজস্ব এক আলোরই দীক্ষা।

এখনো দেশে ফিরে আসে নি
সত্য বিজয়ের ধ্বনি
তবুও আমরা গেয়ে যাচ্ছি
ষোলো ডিসেম্বরে বিজয়ের বাণী।