তোমরা জালিয়েছো আতশবাজি
জানিয়েছো নতুন বছরকে স্বাগত
আনন্দ পেয়েছো হয়তো মনে!
মোরা হয়েছি বিক্ষিপ্ত, হারিয়েছি মাতৃক্রোড়
ছুটাছুটি করছি শহরের এই কোণ থেকে ঐ কোণে।