আজ শুধু আটাশে অক্টোবর নয়
আজ ভেসে ওঠে
আমার ভাইয়ের আত্মত্যাগী মায়ের কান্না
কল্পনায় ভাসে
অত্যাচারীদের হাতে ঝরানো রক্তের বন্যা।

আজ শুধু আটাশে অক্টোবর নয়
চোখ বন্ধ করলেই দেখি
পল্টনের অলিতে-গলিতে রক্তের ঘ্রাণ
হারিয়ে গেছে আজ,
দ্বীনের পথে বিলিয়ে দেওয়া শহীদের প্রাণ।

আজ শুধু আটাশে অক্টোবর নয়
যেইদিন দিনটি ছিল
জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সত্যের লড়াই
আজকের দিনটি
ভাগ্যবতী মায়েদের সম্মানের বড়াই।

আজ শুধু আটাশে অক্টোবর নয়
আজকের দিনে ঘটেছে
বাংলার বুকে রক্তমাখা এক ট্র্যাজেডি
আজকের দিনটি হলো
আমার ভাইয়ের স্মৃতিচারণ, যারা ছিল বিদ্রোহী।