আমার পৃথিবী যদি হয়ে যায় অচল
খোলসের আড়ালে চাপা পড়ে
হয়ে যায় রুক্ষ, ভালোবাসাহীন
মরে গিয়ে বেঁচে যাবি ?
মৃত্যু তোর অবশ্যম্ভাবী,
আমার অনন্ত অভিশাপের বিষবানী
দংশে যাবে তোকে
মুক্তি পাবি না কোনোদিন,
হৃদয় জুড়ে প্রেম নিয়ে মরে গেলে
বাঁচবি কি করে ?
মৃত্যু পরে প্রতিনিয়ত মরবি আবার
বার বার অশ্রুবাণে, অন্ধকারে
রামের মত নাহয় বিলিয়ে দিলাম,
লোকশয্যায় ভয়, অনভিজ্ঞতায়
তুই সীতা হয়ে ফিরে আসিস
প্রতিবার রুক্ষ জীবন ধারায় ।
আরেকবার ভালোবেসে ফেলি নিজেদের
হয় যদি তাতে ক্ষমাঅযোগ্য অপরাধ,
তো হোক না,
আঁধারে তুই, আমি আলোর কারাগারে
জোনাক বাতির সমাজে তোকে ছাড়া
আমার চলবে না ।
মরিস না এভাবে প্রিয়তা,
দেখ চোখ মেলে, একবার শুধু দেখ না
আমার পচে যাওয়া রক্তে ভিজিয়ে
সতেজ রেখেছি দুশ' একটি রক্তজবা
তোর জন্য ভেঙে সব জড়তা
এভাবে মরিস না প্রিয়তা ।