নীল কাঁচের চুড়ি যদি চাইতে
সন্ধ্যে বিকেলে নীল শাড়িতে
চুল উড়িয়ে তুমি আমি
উদাস হাওয়ার উচ্ছ্বাসে
নদী তীরে,
হেটে হেটে মুছে দিতাম ব্যর্থতা,
মুঠো মুঠো, জীবনের তরে
নীলের মোর্ছনায় নতুন সুরে।
বেলী ফুল চাইলেও পারতে
খোপায় খোপায় লুকিয়ে দিতাম
চির যৌবনা প্রেমের সুবাস,
বকুলের মালা, শিউলির লাজুক হাসি
লাল পাড়ে শুভ্র শাড়িতে
রাঙিয়ে দিতাম
বর্ষাতির আলোড়নে একলা কদম বনে
উদ্দাম বৃষ্টিজলে হারিয়ে যেতে
মানা করতাম না, বরং
দুজন মিলে নব্য প্রেমে ছড়াতাম রং
লাল নীল কিংবা মেঘলা ধূসর
যদি কখনও নিঝুম বৃষ্টি চাইতে
তুমি চাও নি, বৃষ্টি বা নীল চুড়ি
চেয়েছিলে কবিতার মিথ্যা বুলি
প্রতি স্তরে সাজানো প্রহেলিকা,
মেঘলাকাশে রঙের খেলা
নীল বসিয়ে, মেকী নীলা
অন্ধ চোখে শরৎ বসানো
রাতের বাতাসে লাশের গন্ধ
মৃত আত্নারা চেয়ে অসহায়
দুদন্ড ভালোবাসা চেয়ে
দিবে, বলো হৃদয় সাজিয়ে
লাল লাল ভালোবাসা দিয়ে
জড়িয়ে নিও
আক্রোশে, ভালোবেসে
আকাশ, চাঁদ, বাতাসের গন্ধ
মেখে সারা গায়ে
রাঙিয়ে দিও, স্বেচ্ছা নির্বাসন
লুটিয়ে পড়বে ধূলিতে
প্রেমের সুবাসে নতুন জীবন।