স্বার্থের এই পৃথিবীতে সেতু-বন্ধন গড়ে
কী লাভ বলো? বন্ধুগণ-
গড়তেই পারো স্বপ্নের সেতু- প্রমত্তা পদ্মার বুকে;
যথেষ্ট আর্থিক সেংশন, কয়েক বছরের
কায়িক শ্রম, মেধা আর মননের সংমিশ্রণে
হয়তো গড়ে উঠবে ধনুকের মত বাঁকা
স্বপ্নের এক সেতু; আত্বিক যোগাযোগ।।
এক্সট্রা সংযোগ দেবে? গ্যাস ও বিদ্যুতের? দাও-
জেনে রেখো, ইহাদের লেনদেন সবসময় একমুখী;
উভমুখী যাতায়াত হিসাবে হয়তো প্রতিদিন
চলবে হাজারো বাস, ট্রাক, লড়ি
তাতে লাভ কী বলো? টোল আদায় শেষে
যে যার গন্তব্যে চলে যাবে।।
ভালবাসার এ সেতু
কোনদিন পরিত্যক্ত হলে শৈলশহর থেকে পর্যটক আসবে
দাঁত খিঁচিয়ে সেলফি তুলে বলবে “ সে অনেকদিন
আগে এই দু’টি তীরে এক সেতু-বন্ধন ছিল।”
২২.১২.২০১৭
-ক্যারূ মানদল-
কুকভিল, টেনেসি