মারিয়া;
তোমাকে ভালবেসে এ কেমন ব্যাথা পেলাম আমি?
নির্দয় এক অশরীরী; ক্রমাগত বেদনার হাতুড়ি-
দিয়ে আহত হৃদয়টাকে পিটিয়ে যাচ্ছে।
থেতলে গেছে হৃদয়, টুপ-টুপ করে ঝরে পড়ছে
পরাজিত খুন।।

মারিয়া;
তোমাদের এই বাক্স-বাক্স জানালার শহরে
ভালবাসার সংজ্ঞা কি এমনই?
নাকি ভালবাসার নামে চলে খুনের ব্যবসা?
থেঁতলানো হৃদয় দিয়ে বারবিকিউ?
রাশান ভদকার সাথে রক্তের ককটেল?

একটুও করুনাও নেই বুঝি?
ক্রূর হেঁসে লেলিয়ে দিলে পাষাণের অশরীরী!
সে, ক্রমাগত বেদনার হাতুড়ি-
দিয়ে কোমল হৃদয়টাকে পিটিয়ে যাচ্ছে।
থেতলে যাচ্ছে হৃদয়, টুপ-টুপ করে ঝরে পড়ছে
পরাজিত খুন।।

অথচ, তুমি নিজেই বলতে পারতে;
“হে, অচেনা যুবক, আমি ড্রাকুলার কন্যা
বহুদিন ধরে তৃষ্ণার্ত, ক্ষুধার্তও খুব”
আমি হাসিমুখে তোমার তরে-
এই প্রত্যাহত হৃদয়টাকে
স্লাইস করে কেটে কেটে পরিবেশন করতাম;
রাশান ভদকায় বানাতাম রক্তের ককটেল।
ভাসমান বরফের কিউব আর লেমনের সৌরভে
হয়ে যেত রক্তিয় সুধা।

তাতেও তৃপ্তি পেতাম খুব।।

অথচ, তুমি লেলিয়ে দিলে নির্দয় এক অশরীরী!
সে, ক্রমাগত বেদনার হাতুড়ি-
দিয়ে কোমল হৃদয়টাকে পিটিয়ে যাচ্ছে;
থেতলে যাচ্ছে হৃদয়, টুপ-টুপ করে ঝরে পরছে
পরাজিত খুন।।

১৩.১২.২০১৭
-ক্যারূ মানদল-
কুকভিল, টেনেসি