ঝরা পাতার রাতে, ব্যাথিত হৃদয়
বড় বেশি কথা কয়।
না জানি কোন এক প্রেয়সীর তরে
হয়তো; সব সুখ এমনি গেছে ঝরে
তার; আহত সে যুবকঃ
পউষের এই রাতে পীড়িত হৃদয়
হাতে নিয়ে শালবনে হেঁটে যায়
একাকী; ধোয়াটে হিমেল বাতাসে পাতা ঝরে,
ঝরে নিহড়; টুপটাপ সুরে তার
কান্না শোনা যায়।
বড় কাতর সে কান্না।।

বড় বেশি ব্যাথা ছিল কী বুকে?
অথবা নিষ্প্রাণ শূন্যতা?
ঝরা পাতার বনে এ কথা শুধু হিমেল ঝড় হয়ে ফিরে আসে।।


৩০.১১.২০১৭
(ক্যারূ মানদল)
কুকভিল, টেনেসি