হৃদয়ের বুলেভার্দ ধরে হেটে যাও তুমি
হেটে যাও, হেটে যাও একাকী।
দু’ধারে অবারিত সারবাধা এপিটাফ
অর্পিত পুষ্পমাল্য ধুলো হতে বাকী-
নেই; অশরীরী বাতাসে যে রাতের মৃত্যু
হয়েছিলো তার নির্জনতম সাক্ষী
হয়তো প্রেম নয়, ভালবাসা নয়
হয়তোবা বেদনা বা তারচে বেশি কিছু।
তবুও তুমি হৃদয়ের বুলেভার্দ ধরে হেঁটে যাও।

প্রাচীন এ মৃতদের নগরে আজ
যতটুকু আর্তনাদ শোনা যায়
যতটুকু আর্তচিৎকার, তা নয় কারো একার দান
কতজন এসেছে, আবার গিয়াছে চলে
পরম মমতায় প্রেমের শরাবে
দিয়াছে ঢেলে নীল মৃত্যু, অতঃপর
মায়াকান্না কেঁদে কাফনের কাপড়ে
দিয়াছে দাফন; তারপর রাতের নির্জনতায়
সাদা শাড়িতে পাপ ঢেকে হেঁটে গেছে;
এই সেই রক্তাক্ত বুলেভার্দ ধরে।

তুমিও হেঁটে যাও, হেঁটে যাও
অশরীরী এক হিমা হয়ে।
তুমিতো হিমাদের থেকে ভিন্ন নও
তোমারও হৃদয় পাষাণ বৈ নয় অন্যকিছু
যতটুকু মমতা, উদাসী প্রেম ওই দৃষ্টিতে
তা ছলনার বাজার হতে খুচরো দরে কেনা।
তুমিতো হিমাদের থেকে ভিন্ন কিছু নও!
নও তুমি ফ্রেয়া; কায়া হয়ে বিষ ঢেলে দাও
নব নটাঙ্গীতে মৃত্যু এনে দাও; দাও-
নতুন এক এপিটাফ, নাইটিংগেল এর বেদনা।
তারপর বুলেভার্দ ধরে হেটে যাও তুমি
হেটে যাও, হেটে যাও একাকী।

০২.০২.২০১৮
-ক্যারূ মানদল-
লাবাক, টেক্সাস