এসো মৃত্যুর মিছিলে, এসো মৃত্যুর শামিলে
আত্মহত্যা করো, তাক লাগিয়ে দাও;
কাফনের কাপড় পরো, চারদিকে বাজুক বরুণ সানাই।
শামিয়ানা টাঙ্গাও, বাজাও ঢংকাভেরী
হৃদয়ে লাগুক মুক্তি, চলো মৃত্যুতে মুক্তি সাজাই।।

এই পাপের পৃথিবীতে একরাশ বিষণ্ণ-
সন্ধ্যা নিয়ে বাঁচার মাঝে সাধ কী?
যদি না থাকে শান্তি, না থাকে চিরস্থায়ী মুক্তি?
দোলাচলে দুলুক নষ্টা এই পৃথিবী;
আজ মৃত্যুতে সব সুখ; মৃত্যুতেই-
ভাসাও বুক; মৃত্যুতে লাগুক মুক্তির রোশনাই।।

একদলা কাপুরুষ; বেঁচেছে? বাঁচুক;
হৃদয়ে নিয়ে ভয়, মৃত্যুতে কি জানি কী হয়;
হায়! যেতে হবে বুঝি নিকশ অন্ধকারে!
বলি! হে বলবান! মৃত্যুতে যাদের
নেই ভয়; তারা হও আগুয়ান।
বাজাও সাইরেন, মুক্তির স্পন্দনে স্পন্দিত-
হোক ভীত এ নগর; মৃত্যুর আলোয় পড়ে
যাক মিথ্যা ঠুলি; ঘর ছেড়ে আসুক মৃত্যুর রাস্তায়;
এই হেমন্তের ঘোর সন্ধায় হোক কাতারে কাতারে
শামিল; চলো; সবাই দলে দলে, হাজারে হাজারে-
করি আত্মহত্যা; শোন, হে বীরপুরুষ;
আত্নদংশনের চেয়ে আত্নহত্যা শ্রেয়।
তাতেই সুখ; তাতেই স্বর্গীয় সুধা।।

১৯.১২.২০১৭
-ক্যারূ মানদল-
কুকভিল, টেনেসি