বিষণ্ণ যুবক, ধ্বংসের বেলাভুমিতে দাঁড়িয়ে
হাতে একমুঠো দুঃখ, জীবন দিয়েছে তাকে ফিরিয়ে।
-সম্মুখে পাহাড়সম ফনাতোলা সুনামী
একটি মাত্র ছোবল, তারপর বেনামী-
লাশ; অবিমিশ্র মৃত্যু; থেমে যাওয়া আশ
অথচ হিমাদের ওই মিথ্যে কথার শহরে
তার ফিরে যাওয়ার নেই কোন অভিলাশ।।
বালিয়াড়ি এ তীর, কোথাও কেউ নেই
চারদিক সুনসান আর গুমোট অন্ধকার
চলে গেছে আশা, ভালবাসা আর স্বপ্ন হাজার।
ছিল কোলাহল, সমুদ্রস্নান আর জীবনের ফেনিলস্রোত
তারাও এক অজানা আতঙ্কের ভয়ে
পিছে ফিরে গেছে, ফিরে গেছে নিরাপদ আশ্রয়ে
অথচ ভাগ্যাহত যুবক, ধ্বংসের বেলাভুমিতে দাঁড়িয়ে
সম্মুখে পাহাড়সম ফনাতোলা সুনামী।
একটি মাত্র ছোবল, তারপর বেনামী লাশ।।
০৪.১২.২০১৭
-ক্যারূ মানদল-
কুকভিল, টেনেসি