দখিনের জানালায় শিফনের মিহিন ঝালর
বামে, অমল-ধবল, আলগোছে-ঝুলানো।  
দুইপাশে বারোয়ারি পাঁড়, ঢেউয়ে তোলা-        
যাপিতবোধ জীবনের সমান্তরালে লুকানো।    
অথচ তোমার এক ফুঁৎকারেই উড়ে যায়
মায়াবী এ ঝালর; জানালার শার্সি গলে  
দেখা যায় অঘ্রাণের ঘর-দোর, সবুজের ফিনিক্স পাখি
নীল ঢেউয়ের আঁচল বেয়ে নেমে চলে-    
গোধূলিতে, আরো গভীর এক গোধূলিতে।
যেথায় তোমার আমার ধ্রুপদী ছাপোষায়  
গুলি চালিয়েছিল আততায়ী এক দস্যি!
দ্রুম, দ্রাম,..দ্রি-দড়াস, ডানা অসহায়;
কতগুলো মৃত্যু, কালো কালো মৃত আঁখি।    
মৃতকুমারীর জীবন; একটি শ্বেত ঝালর ঝুলছে
বামে-অমলিন; অপারে ফিনিক্স পাখি।
  
মনে পড়ে কবেকার ওই সুদূরের গোরস্থান  
আব্রুঘেরা, জানলাহীন জীবন। বিপন্ন মানব-
বস্তুর সংসারে ঝালর দেখে কাতরে বিলীন।  
  
০১/০৪/২০২২
-ক্যারূ মানদল-
ফাইলার মাজার