দাদনের দিনে চুপ করে থাকি, ভালবাসা নিয়ে যায় পূরাণ।
ফরিয়াদি-ফর্মা জমা দেই, মহাজন মিটিমিটি হাসে
অম্লান বদনে কয়, শোন, পুরনো সে বর্গাদার।
যতই করুক চুরি-চারি, কালশিটে প্রতারনা
তবুও সে পরিচিত চাষী, দস্তাবেজ থেকে
নাম সহজে মুছা যায় না।
প্রত্যাশা ? না তা করা হয়নি;
তবে কি জানো ? নিঃশব্দ বাগানে আজ
রক্ত জবা ফোটে
আমি রক্ত গোলাপ চেয়েছিলুম।