যদিও অসংখ্য বার,
আরও একবার তোমার সঙ্গে
পৃথিবীটা কে ছুঁয়ে দেখতে চাই,
মাঠের পর মাঠ বিছিয়ে দিও ঘাস
আমরুল পাতার মতন ঘুমোতে চাই
এই ফাল্গুনের রাতে,
নীল নির্জন রাতের
নক্ষত্র খচিত আকাশের নিচে।
তারপর ভোরে
পাখির ডানার আলোয়
ফিরে যাব আবার;
এঁকে দিয়ে প্রগাঢ় চুম্বন ।