কলঘরে কান্না থামিয়ে
ফিরে এলে জানি
অন্ধকার সিলিংএ নিবন্ধিত চোখ
কুড়ি কুড়ি বছর পার
আজও গোপন অভিসার
সমান্তরাল স্বপ্ন-সন্ধান
দিকচিহ্নহীন অন্ধ দৃষ্টি
ক্যাকটাসের সৌন্দর্য
আর বাঁকা চাঁদের কাব্য
উষসী লাবণ্যময়
কোলাজের কাগজ
দস্তানায় গলিয়ে নিও হাত
বিবর্ন বিশীর্ণ মরু তৃনে
মৃত্যুময় জীবনের আক্ষেপ
আরও সুতীব্র ঝড়ের আভাস
তবু মৃত্যুর ব্যথায় মুক্তি নেই
জীবন যে অগাধ
ঘাসে ঢাকা জমির উপর
ফড়িং এর অবাধ বিচরণ