মাথার ভেতরে কার্ত্তিকের ভোরের
কাশ- বনের হৈমকান্তিক বিষাদ :
ঘাসের ডগায় হীরক-চূর্ণ ভেঙ্গে;
উর্ধ্বতনে উঠে আসে ভোরের দোয়েল,
সামনে এসে দাঁড়ায়, পায়ের নিচে
কচি ঘাসের ঢাকা জমি, উজ্জ্বল কয়েকটা
ফড়িং তার মধ্য থেকেও উড়ে যায় ;
জীবনের সব স্বাদ , সব বিশ্রম্ভালাপ ,
ক্রন্দসী লাবণ্যে খেলা ক'রে রঙ্গিন পাখায়,
ঐ হেমন্তের শীতে ঘাসে আর
মুখোমুখি ঐ দূর দেবদারু চূড়ায় ...