( " তোমার ছিল না কোনই / আমার শুধু এক /
  আমি ভালবেসে ছিলাম। " -  বের্টল্ট  ব্রেশট  )



মুখশ্রী সিঁদুরে এলোমেলো করে দাঁড়িয়েছো,এই জিঞ্জাসায়ঃ
কোন বিদগ্ধ প্রেমে , ছিন্ন  দেবদারু করতলে  দৃশমান -
মৌলিক বিষাদ ? তবু অকুলে জেগে রই,বিবর্ণ বর্তমান ,
ম্লান নক্ষত্রের নিচে বিবক্ষায় ,কিন্তু না, আর তোমাকে নয় ;
তোমার দুই হাতে নিষেধ মুদ্রা আমি দেখি স্ফটিক প্রভায় ;
দুঃস্বপ্নের গৌরবে , কিম্বা , জীবন-মৃত‍্যুর সীমানার ক্ষীণ
নগ্নতায় ; তাই এ প্র্রশ্ন অবান্তর ; পুড়েছে মুখের চন্দন ;
আজ ভুল রচনার দিন , স্মৃতির​  শিকড়ে একান্ত  সত্ত্বায় ।


যেখানে হেমন্তের শীতের গাঢ় অন্ধকারে নিভৃত স্বপ্নের
মধ্য তোমায় চিনব না ব'লে, চুম্বন-দূরত্বে​ দাঁড়িয়ে,চোখ
বন্ধ করে বলতে ইচ্ছে করে - যাওয়ার আগে অন্ততঃ আমার
এ ওষ্ঠ ক্ষত-বিক্ষত করো ; যেন চুম্বন-যোগ‍্য না থাকে, মুখ
ফুটে বলে যাও _'অসহায় কিশোরীও তোমাকে নেবে না আর।'
পুরোনো ছবি মিলিয়ে যাবে ব'লে - আমৃত বন্ধ রাখি দু চোখ।।