হে কস্তুরী কোলকাতা তোমার চোখ যখন ছিল স্বপ্নময়
তখন তুমিও কি দেখেছিলে ওদের, নীল মুখে অনায়াসে
ওরা আজও শুয়ে আছে ক্লেদ রক্ত মেখে অক্লেশে,
যেখানে নক্ষত্রের পড়ে না আলো,ক্ষুধায় সব কিছু হারায়;
যেখানে অন্ধকার জরিয়ে থাকে গায়ে;নগ্ন স্তন চেটে খায়
সাপে আর ডাস্টবিনে কেঁদে ওঠে অভিশপ্ত ভোরের উন্মেষে
সহস্র কোলকাতার যীশু, অন্ধকারে ওরা মৃত্যু ভালোবাসে;
হৃদয়ের পথ শেষ হয়ে যায় পেটে; শিশু ঠেঙ্গা চেটে খায় ।
জেরুজালেমের মতো হেরোদের শত্রুতা নেই তবু রাত্রির
অন্ধকারে কতক প্রশ্নের দামে মাথা ছেঁচে যায় স্টোনম্যান,
বিনিময়ে শুধু সংবাদ শিরোনাম কোলকাতার যীশুর ।
তবু শূন্য চোখে পৃথিবীর আয়ুতে যীশুরা জন্মে অনু্ক্ষণ ;
উপেক্ষার ভাষা অবহেলা করে ওরা চেয়ে থাকে আকাশের
দিকে; যদি নক্ষত্র আসে; জানায় কোন মেজায়ের আগমন।