... এবং সবটুকুই থাক
বরং আরও কিছু বাকী ;
আমি কি আর তোর সঙ্গে থাকি ?

মিছে কথা ;

কুড়ি কুড়ি বছর পরেও
ওসব এখনও হয়নি অসাড়
আসে জ্যোষ্ঠ; আবার আষাঢ়...