আসতে পারি তোমার বাড়ি ;
যদি তোমার মধ্যে ঘর করি,
তোমার মধ্যে বইছে নদী ;
পানসি নৌকা ভাসাই যদি;
মেঘমল্লার নেমে এলে;
ভিজবো না হয় সাতসকালে,
কিছু পরে,
শিরীষ চূড়ায় বাঁধবো কুঁড়ে,
আমায় ছেড়ে -
তখন তুমি বলবে হেসে :
'এবার যাবো চাঁদের দেশে;
তুমি ভালো ;
তোমার রং যে কালো,
ওখানে যে সবই ভালো,'
আমি বলবো -
'যাও তবে,
আমার কাছে মেঘ বৃষ্টি রবে,
শিরীষ ফুলের সে গন্ধ রবে,
কাকের বাসা সেও রবে' ।