এসো আরও একবার সজোরে আঘাত করি
আমারও তো ইচ্ছে করে দারুণভাবে বাঁচার
এই বৈশাখী তপ্ত ভরদুপুরে সুতীব্র অন্ধকার
বলেছিলে নৈঋ্ত কোনে উড়িয়ে দিও ঘুড়ি
আমার হাতে উপর হাত; ছায়ার উপর ছাতা
কে দিয়েছে কথা বাঁচাতে হবে হাজার বছর।
বরং আড় চোখে দেখে নিও ছেঁড়া ক্যলেন্ডার
কিংবা খুঁজে নিও পুরনো সব হিসেবের খাতা।