পটে আঁকা ছবির মতো মুখে,টানা চোখের কোনে
হাজার প্রশ্ন লুকিয়ে রেখে, অন্য কথা বলো মুখে
যে এঁকেছে- তোমার ছবি রহস্যময় , তার চোখে
তুমি দেবে ফাঁকি? সেও কি সম্ভব ! অন্তর্লীন গানে
যে সব জেনেছো মনের ভেতরে, হৃদয়ে, মননে,
সেই সব, সেই সব অস্বীকার করো কোন সুখে ?
দেখতে চাও-দ্রৌপদীর রক্তে ভেজা চুল সন্মুখে-
কুড়ি শতাব্দী পরেও মেরীর কেলে যীশু যেখানে ।
জানি ,তুমি দেবদারু ছায়া চাও মনের ভেতর
তবু অবুঝের মতো আত্মবিরোধিতা কার জন্য ?
কোন উল্লাসে তুমি দেবদারু পাতা ছিঁড়ে; চোখের
জলে ভাসো?কেন তুমি ভাবো এ পৃথিবী আজো বন্য
জেনো- দেবদারুর মাঝে আছে কিছু গুল্ম; আলোর
অপুষ্টিতে শীর্ণ, সেই ধারা অন্য - নিছক জঘন্য ।।