সাত সকালের ঝড়ে,
চেনা অভিমান য়ায় সরে;
ঢেউয়ের উপর ঢেউ গিয়ে পড়ে ।
অথচ দৃশ্যত: কি রকম ভাবে
ভেসে আছি নিস্তরঙ্গ কুয়ো-জলে;
আঁধারের অভিমান হীন অনর্গল যন্ত্রণা
মাথা কুটে মরে চক্রবত দেওয়ালে ।
এখন জ্যোৎস্না রাতে
উড়ন্ত সব কীটের শিকারে
চামচিকার ঘুরে মাথার উপরে ।
তবে কি এসব স্মৃতির অসুখ,
শেষ রাতে কুয়াশায় ঢাকে মুখ
যেন কোন এক নিজেস্ব কফিন ।