*******  ২০২১ *******


প্রজাপতির ডানার মতন সহজ
ছিল যত দৃষ্টিকোন; অভ্যাসবশত
আজও দেখতে চাই- এসো তথাগত;
মুগ্ধতা আর বিনয়ের সকল কোলাজ।
মৃত মাছের মতন শুয়ে আছে আজ
জীবনের সব সংকেত; কালগত
বয়ঃসন্ধির ঐ বিশ্রম্ভালাপ বিগত,
সব চিন্তার সঙ্গতি; নেই কোন কাজ।

জ্বলুক দাবানল, আরও কিছু বন,
সহজাত বিরোধাভাসের দাউ-দাউ
আগুন; হতশ্রী আর বিপন্ন যৌবন।
জলের পর জল, ঢেউয়ের পর ঢেউ,
আসন্ন নির্বাচন ; এ নগ্ন বিপনন;
রাজা উলঙ্গ আজো বলবে না কি কেউ!