>>>★★★ শূন্যতায় বাঁধা ★★★<<<
------ =========== ------
♥♥ এ ম জি শা হ আ ল ম পি ন্টু ♥♥
কুয়াশাবৃত রজনী পোহায়, এক লহমায়
ধীরে ধীরে রাতের তমশাও কেটে যায়
পাখি রোজ ফিরে আসে চেনা সেই নীড়ে।
চারদিক অস্থির, সরব-কোলাহলে
ঠিকানা খোঁজে সব, রবির অস্তাচলে
আমি শুধু পরে থাকি, শূন্যতার ভিড়ে ।।
রঙে রঙে সাজানো স্বপ্ন উড়ে যায়
সীমাহীন কষ্ট হয়ে, রাজহংস পাখায়
বিষাদিত নীল আর স্বপ্নহীন সাদা।
যাতনা ভালবেসে হৃদয়ে জড়ায়
কেমনে রাখি দূরে, আমি নিরূপায়
কষ্ট সঙ্গী সনে সাত পাকে বাঁধা ।।
ক্লান্ত রজনী যেন, নিমিশে পোহায় -
আমি বাঁধা পড়ে থাকি, অসীম শূন্যতায় ।।