ইটের পরে ইটের সারি, মজবুত গাঁথুনী
ভবনে যেমন প্রবেশ নিষেধ, মনটায়ও তেমনি।
চাইলেই হতে পারে হাজার হা’ভাতের মুখের হাসির কারন
ললাটের ফের কি করিবে সে, ধনী হয়েও তাই দৈন্য এমন।
চাইলেই তার একটু প্রয়াসে, বেকার পেতো কর্ম
পাঠশালা তারে শিখাতে পারে নি, মানব সেবা ধর্ম।
শিখেছে সে কেমন করে অর্থ জমাতে হয়
বিদেশ বিভুঁইয়ে বাড়াতে শিখেছে নিরাপদ সঞ্চয়।
আরাম আয়েশে গড়ে তুলেছে নাদুস-নুদুস দেহ
কোন ক্ষমতাই ছুঁতে পারে না, কোনদিন তারে কেহ।
দিনে দিনে তোর বাড়ছে দেনা, ওহে ধনী উদাসীন!
ভেবে দেখ তুই, সঙ্গী হবে কেবল সাড়ে তিনহাত জমিন।।