ওগো মুহাম্মাদ! সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -
পৃথিবীতে এনেছিলে তুমি, মানবতার মুক্তির পয়গাম
আকাশে-বাতাসে আনন্দ-নৃত্য, আজ তোমার আগমনে !
তোমার দীক্ষাতেই ভূষিত মানুষ, সৃষ্টির সেরা সম্মানে ।
তৃষিত মরুর বুকে, করেছিলে তুমি, নব প্রাণ সঞ্চার !
আদর্শ-ত্যাগ, দয়া-ক্ষমায়, ধন্য করেছ জগৎ-সংসার ।
জাত-ধর্ম-গোত্র নির্বিশেষে, ছিলে তুমি আলামিন
স্রষ্টার ঘোষণা, তোমার চরিত্রই আদর্শ-অমলিন ।
বর্বর জাতী করছিল যখন, নিষ্পাপ কন্যা হত্যা –
তুমিই ঘোষণা করেছিলে নারীদের সম্মান-বার্তা ।
গোত্রে গোত্রে যুদ্ধ-বিগ্রহের, হয়েছে চির অবসান -
দাস প্রথার যুগে, তুমিই শিখেয়েছো, সকল মানুষ সমান ।
উন্মুক্ত তরবারী হাতে, ছুটে এসেছিল যে উদ্ধত ওমর !
শান্ত-সুশীতল কলেমার বাণী লাভে, হৃদয় করেছে প্রখর ।
তোমার রক্তে রঞ্জিত হয়েছিল, ওহুদের ময়দান -
তায়েফবাসীকেও করেছিলে ক্ষমা, ওগো রাসুল মহান !
রবের আনুগত্যে কায়েম করেছো, পাঁচ ওয়াক্ত নামাজ -
রোজার বদলে অর্জিত হবে মুত্তাকী আর সংযমী সমাজ ।
সামর্থ্যবানের জন্য, আবশ্যিক করেছো অসহায়কে দান -
প্রভুর নৈকট্য লাভে, বাধ্য করেছো, তাওয়াফে হারামাইন ।
স্বল্প হায়াতে, বেশী পূণ্যার্জনে, লভিয়াছ মহিমান্বিত রাত -
রহিম-রহমানে চেয়েছো ক্ষমা, উম্মতের যত অপরাধ ।
রাসুল না হয়ে প্রার্থনা করেছেন, হতে তোমার উম্মত -
তাইতো পূণঃরায় আসিবে ঈসা, ওগো নবী মুহাম্মদ !
হাউজে কাওসার, তোমার হাতেই, ওগো মর্যাদাবান -
মহান প্রভু দিয়েছেন তোমায়, দোজাহানে সম্মান ।
নিজ নিজ ভাবনায় থাকবে সকলে ব্যস্ত সীমাহীন -
তোমার সুপারিশেই মিলবে মুক্তি, শেষ বিচারের দিন ।
প্রাণের সালাম কবুল করো, খাতামুন নাব্যিয়ীন –
সরদারে দো'আলম, ওগো রাহমাতুল্লিল আলামিন । ।