বাহিরে—
উদ্ভিন্ন যৌবনা চাঁদ,
অবারিত বরিষন, ভরা জোছনার ।
অন্তর-জমিনে—
অমাবস্যা রাত,
ঘুঁটঘুঁটে কালো, ভিষন অন্ধকার ।।

একদিন, আলো হবো—
শ্রাবণের মেঘমালা,
তারও পরে, কোন এক ভ্যূলোকে—
দূর নক্ষত্রের ওপাড়ে—
আলো হবো,
নিঃসীম দ্যূলোকে ।।