পত্র ঝড়ার বেদন, কে বুঝিতে চায়?
শ্যামল শাড়ি জড়ানো বুকে
ফুলে ফুলে ভরা মোহনীয় রূপে
পথিকমাত্রই নয়ন জুড়ায়।
পাহাড়ের বিলাপ ধ্বনি, নাড়া দেয় কোন প্রাণে?
হৃদয় মুগ্ধ হয়, সবুজ শ্যামলীমায়
ঝর্ণার অবিরাম স্রোতধারায়
নির্ঝরিণীর কুল কুল কলতানে।
আকাশের রক্তক্ষরণ, বুঝে সে কোন হৃদয়?
গোধূলীর লাল রঙ লালিমায়
স্বপ্নের অরূনাভ আঙ্গিনায়
জীবন সাজতে চায় মোহময়।
হায়রে পথিক! কখনো একটিবার,
নয়নের সুখে নহে,
বিচারক হৃদয়ে—
দেখো হাসিটির আড়ালে থাকা, ব্যাথার পাহাড়।।