আমি তো কর্মে খারাপ—
তাই তো সবাই, তোমায় নিছে।
তুমি কেন সব ফেলে রোজ—
মরছো আমার পিছে পিছে?
আজ তো তোমার কাজের দিন—
সবার আশা পূরণে—
কেন তুমি বন্ধু বলো
ব্যস্ত, বস্ত্র হরণে?
আমায় হেয় করে তুমি—
চেনাচ্ছো কোন জাতটা ?
কেমনে ভাবো আসবে না আর !
অমাবস্যার রাতটা !