বিস্তীর্ণ লোকালয়, বিশাল জনসমুদ্র
তবুও মানবতা আজ ভিষন একা—
রুগ্ন-জীর্ণ দেহ, চিঁড়ে দিয়ে যায়—
হিংস্র-ভয়ানক শ্বাপদের থাবা।
সৌন্দর্য্য বিলাসী মন, ভেবে নেয় যাদের,
পরম পূজ্যনীয়-সেবক মানবতার
তারাই হুমড়ে পড়ে, উন্মত্ত ধর্ষনে
কি এক উল্লাসে, আদিম বর্বরতার!
বার বার ছোবলে, ক্ষত-বিক্ষত দেহ
ভূলুন্ঠিত সম্ভ্রম, যুগের আধুনিকতায়
হায়েনার পৈশাচিক অট্ট-হাসিতে
মানবতা আজ, ক্ষীণ থেকে ক্ষীণকায়।
মানুষের মাঝে অবাধ বিচরণ—
দেখতেও "মানুষ" মনেহয় যাদের—
স্বভাবে হিংস্র, শ্বাপদ দু’পেয়ে—
মানুষই বলি তাদের।।