ছিলে শিশু মায়ের কোলে, কিশোর করলো কে?
কিশোর থেকে যুবক তোমায় কে’ইবা করেছে?
শক্ত গঠণ, বিশাল শরীর কোথায় হারালো?
ওহে যুবক! হাতের লাঠি কে’ইবা ধরালো?
তোমায় নিয়ে কত কোলাহল, শিশু যখন ছিলে –
গ্রামশুদ্ধ রেখেছো অস্থির, সকল কিশোর মিলে,
ছিলে যখন যুবক তুমি, কতইনা সম্মান!
কে আজ শক্তি কেড়ে নিলো, ওহে শক্তিমান?
ছিলে কোথা, যাচ্ছো কোথা, কোন সে নিবিড় টান?
ও মুসাফির, জবাব দিয়ে শীতল করো প্রাণ।।