রাহুর হাতে জিম্মি সবাই -
মুক্তি পেতে আওয়াজ তোল,
ওরে নবীন ! ওরে সবুজ !
গর্জে উঠে, হাল্লা বোল।
চিল-শকুনে খুবলে খাচ্ছে -
বোনের দেহ, মায়ের আঁচল,
ওরে মরা ! ওরে পঁচা !
থাকলে জীবন, হাল্লা বোল।
মায়ের ডাকে, মায়ের তরে -
দৃপ্ত পায়ে ছুটবি চল,
ঘুমের চাদর ছুঁড়ে ফেলে
রাজপথে আজ, হাল্লা বোল।
কোন জ্বরাতে ধরলো তোদের -
হারিয়েছিস মনোবল?
কঠিণ দৃঢ় ঐক্য গড়ে -
আরেকটিবার, হাল্লা বোল।
যুগে যুগে জয় হয়েছে -
যারাই ছিল অবিচল,
নিজের প্রতি আস্থা রেখে -
ওরে যুবক ! হাল্লা বোল।।