<3 )> একটিবার এসো প্রিয় <( <3
--==এ ম জি শা হ আ ল ম পি ন্টু==--
বসন্ত এসেছে আবার কালের পরিক্রমায়
আঁখি মেলা ভার, ফাগুনে রাঙা আগুনছটায়,
নতুন সাজে প্রকৃতি শোভা পত্রপল্লবে
প্রতীক্ষার প্রহরই গুনছি, কখন তুমি আসবে!
আজো তোমারই অপেক্ষায়, শিমুল-পলাশ বনে
মিলন বাসনার মেঘ পুঞ্জিভূত, মনের কোনে -
শত লগ্ন পেরিয়ে যায়, প্রেমহীন অনুরাগে
কষ্ট-পাহাড় দুমড়ে-মুচড়ে, যেন প্রলয় জাগে।
বাসন্তী রঙ শাড়ি পরে, গোলাপ হাতে এসো -
আগের মতো আবার আমায়, একটু ভালবেসো,
ব্যস্ত শহর থেকে দূরে, শাল-পিয়ালের ছায়ায়
আমি রবো ঠাঁয় দাঁড়িয়ে, তোমারই প্রতীক্ষায়।
আরেকটিবার এসো প্রিয়, দেখবো নয়ন ভরে
এই বসন্তে নাহোক, আরো শতবর্ষ পরে।।