ভালবাসার গন্ধ কেমন, এর বর্ণ কি—
বলতে পারো, ওগো চন্দ্রাবতী?
কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না—
এ নিছক ছেলে ভোলানো কথা।
এক ছাড়া আরেক, অসম্ভব হতো যদি—
গোরের চারা আজ, বৃক্ষ হয়ে যেতো, ওগো চন্দ্রাবতী।
ভালবাসাতেই কেবল মানুষ বাঁচে, কোন বিশ্বাসে মানি!
এ চোখে তাকিয়ে বলো, আমি কি মৃত কোন প্রাণী?
পাষাণ, নির্জীব-নিষ্প্রাণ, ভাবো যা ভাবার
প্রেম ছাড়া বাঁচা দায়, এমন করে বলো না কভু আর।
জীবন এক জটিল অঙ্ক, ব্যাপক এর পরিধি—
সহজ ভাবা হাস্যকর, ওগো প্রেমময়ী, চন্দ্রাবতী।।