মনের মাঝে প্রচন্ড ভয় বাসা বেঁধেছে—
ওগো চন্দ্রাবতী!
কোন একদিন, গভীর ভালবাসা—
আর দুচোখ ভরা স্বপ্নে বিভোর জুটি—
ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিশাল জীবন-সমুদ্র
একসাথে পাড়ি দেবার ছিল প্রতিশ্রুতি।
কিন্তু জীবনের ভরা মধ্যাহ্নে
কোন এক অজানা টানে—
ভালবাসার লুকোচুরি খেলায়
নিঃসঙ্গ, একাকী অবেলায়
সে অমূল্য ভালবাসা হারিয়ে,
সম্পূর্ণ অপ্রস্তুত, হতবিহ্বল আমি।
দু’চোখ ভরা স্বপ্ন মোহ, দূঃস্বপ্ন ঝড়ে—
স্বপ্ন দেখতেও আজ ভীত দু’আঁখি।
নতুন ঊষার আলো-রূপে তোমার আহ্বান
মনে সঞ্চারিত হয়, নতুন ভীতি—
এ নয় প্রত্যাখ্যান! প্রিয় হারানোর ভয়—
ওগো চন্দ্রাবতী।।