মল্লিকারা কেন যেন হাসে না -
বিষাদে কুঞ্চিত, রাতের হাসনাহেনা -
গোলাপের কুঁড়িকে, বুড়ি বুঝি মনেহয় -
সূর্যমুখীর জেগে উঠা, ঠিক যেন অভিনয়।
ঊষার স্নিগ্ধ কিরণ, মেঘেদের আড়ালে -
মনেহয় খুশি হয়, নিজেকে হারালে -
গোধূলীর লালিমা বিষাদ ছড়ায় -
রাতের আগমনে কৃষ্ণ প্রভায়।
পাহাড় কেঁদে যায় ঝর্ণা রূপে -
বেদনায় ভরা তীব্র, হৃদয় অসুখে -
মধুকরও ধুতুরার, বিষটাই শুষে নেয় -
পাখিদের কাকলীটা ঝগড়ার রূপ ন্যায়।
মাঠগুলো কাঁদে রোজ, অসীম শুন্যতায়
বিরহের অনলে পোড়ে বেলা অবেলায় -
যুগের পরিবর্তনে আজ বদলে সবাই -
হাসিটাও সুগভীর কান্নার রূপ পায়।।