তোমার সময় স্থির কি এখন !
আমার কিন্তু বহমান,
আমার গগণে মেঘে ঢাকা চাঁদ
আলোয় ভরা তোমার আসমান !
আজকে আমার পহেলা ফাগুন—
কাল বোশেখে অশান্ত,
ফুলে ফুলে শোভিত কি—
তোমার দেশের বসন্ত !
পাখিরা কি নীড়ে ফিরে—
বেলা-শেষে, সন্ধ্যে-বেলায় !
স্বপনেরা ভিড় করে কি—
আকাঙ্খিত মিলন মেলায় !!
আমার মনের বসন্তে রোজ
ঝড় তুলে যায় কাল বোশেখি—
তোমার মনের আঙ্গিনায় আজ
নানা রঙের ফুল ফোটে কি !!
আমার সময় তোমার মাঝে—
তোমার সময় অনন্ত ?
আজকে আমার পহেলা ফাগুন—
বিষাদ ভরা বসন্ত ।।