আকাশের বিশালতার কাছে কত ক্ষুদ্র আমি
কত নগণ্য সমুদ্রের গভীরতার কাছে—
অথচ তোমার ভালবাসার রঙধনু আঁকা—
এক-ফালি আকাশ আমারও আছে,
রঙধনু সাত রঙে—
হাসি-কান্না, প্রেম-বিরহ স্মৃতি—
জোয়ার-ভাটার টানে—
সাগরের মতোই বয়ে চলে নিরবধি।
উত্তর থেকে দক্ষিন মেরু—
বিশাল শুন্যতার মাঝে,
আমার শুন্যতা কি—
পরিমাপে আসে ?
হুঁ-হুঁ করে বয়ে চলা—
নির্ঝরিনীর ক্রন্দনরোল—
হিমালয়ে চাপা পড়ে—
চিত্ত চপল।
এই আমি—
বেশ আছি।