হারাইয়া যাইতেছ, স্পষ্ট দেখা পাইতাছি। যেমন কইরা ফিনকি দিয়া র ক্ত গেলে বুঝন যায় এই বুঝি শেষ হইলো জীবনের গল্প । আহ! হা হা! কি অদ্ভুত ! তুমি ইটের ছোপাইতাম। বক্ষের সামনে আই এক কিয়ামত দেনাপাওনার হিসেব চুইকা যাইতাছে ! রায় হইলো গিয়া; আমি তোমারে পাইতাছিনা । মনে হয় এই মুহূর্তে পৃথিবীর বুকে এইডাই বুঝি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আহা ! তুমি হারাইয়া যাইতাসো ! ঝপসা হইতাসে স্মৃতি, ঠান্ডা লাগতাসে গায়ে, সুগন্ধ পাইতাসি তোমার চইলা যাইবার। আমি থামাইতে পারতাসিনা! কার সাধ্য তোমারে থামাইবার ! কে থামাইবো! তুমি একান্ত আপন হইতাছো অন্য কারো আর আমি আপন হইতাছি তুমি বাদে এই দুনিয়ার বহুত কিছুর ! আকাশ, বাতাস, ধোঁয়া, জল, হাসি, কান্না আর, আর সমস্ত নিষিদ্ধ ঘেরাণে !! আচ্ছা একটা কথা কোই তোমারে ? তুমি আমার হইলানা ক্যান, ক্যান হইলানা, হ্যাঁ ? তুমি আমার হইলানা ক্যান হইলানা...!! ক্যান..!
কবিতাঃ টের পাও
অ্যালবামঃ দেহঘড়ি
এম এফ নূর ইসলাম
০২.০১.২০২৫